পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির কার্ড পেয়েছিলেন : বাণিজ্য উপদেষ্টা

আগস্ট বিপ্লবের আগেও দুর্নীতির থাবা থেকে রেহাই পায়নি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি পরিবারের জন্য বরাদ্দ ফ্যামিলি কার্ড ব্যবস্থায় ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে, যেখানে পাঁচতলা বাড়ির মালিক এমনকি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতেও একাধিক কার্ড পাওয়া গেছে।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন জানান, দেশের বিভিন্ন এলাকা ঘুরে এমন অনিয়মের তথ্য পাওয়া গেছে। তিনি এ কথা বলেন বুধবার (২৩ এপ্রিল) ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘টিসিবির সঙ্গে বাণিজ্য’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে।

তিনি জানান, অনিয়ম চিহ্নিত করে ইতোমধ্যে প্রায় ৪০ লাখ কার্ড বাতিল করা হয়েছে। তার ভাষায়, “যতক্ষণ পর্যন্ত সব কিছুতেই দুর্বৃত্তায়ন থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের প্রতি জনগণের আস্থা তৈরি হবে না। আমরা টিসিবিকে সেই দুর্বৃত্তায়ন থেকে বের করে আনতে চাই।”

টিসিবির বাৎসরিক ১২-১৪ হাজার কোটি টাকার ক্রয়ে সরকারকে প্রায় ৬-৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এই বিপুল পরিমাণ অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সে জন্য ভবিষ্যতে শুধুমাত্র প্রকৃত নিম্ন আয়ের পরিবারগুলোই ফ্যামিলি কার্ড পাবে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, ডাল, তেল, চিনি ছাড়াও ভবিষ্যতে ফ্যামিলি কার্ডধারী পরিবারকে সাবান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে টিসিবির পরিচালক এস এম শাহীন পারভেজ, আবেদ আলী এবং যুগ্ম পরিচালক আল আমিন হাওলাদার তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় ছাত্র প্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান এবং সমাপনী বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।


এসএস/টিএ

Share this news on: