অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন মাহিয়া মাহি। রাজনীতিতে সক্রিয় হয়ে গত বছর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর আবার কাজের জগতে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তা বাস্তবে রূপ নেয়নি।
বর্তমানে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করছেন তিনি, ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের মনের কথা। এবারও তেমনই এক আবেগঘন প্রকাশ দেখা গেল।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি জানালেন, তিনি ভীষণ অভিমানী।
এমনটা উল্লেখ করে সেই পোস্টে এই নায়িকা লেখেন, ‘ক্যান, এমন ক্যান আমি। এই যেমন ধরেন, আমার দূর-সম্পর্কের অতি নিকটবর্তী কেউ আমাদের বাসায় বেড়াতে এসেছে যার সাথে আমার বছরে দুবারও দেখা হয় না। সেও যদি ২-৩ দিন আমার সাথে নিয়ম করে লাঞ্চ/ডিনার করার পর চতুর্থ দিন কোনো কারণে আমাকে রেখে খেয়ে ফেলে তাতেই আমার বুক ফেটে কান্না আসে।’
এরপর নিজের বান্ধবীকে ডাইনি উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘একবার স্কুলে অনেক বছর আগে ক্লাস ফাইভে যখন পড়তাম, তখন রোজ নিয়ম করে আমি আর আমার এক বান্ধবী ক্যান্টিনে যেতাম শিঙ্গাড়া-সমুচা কিনতে।
একদিন দেখি কি ওই ডাইনি অন্য এক ডাইনিকে নিয়ে ক্যান্টিনে গেছে। এরপর ১০ বছর কেটে গিয়েছিল ওর সাথে আর কথা বলিনি। ১০ বছর পর এক শপিং মলে দেখা হয়েছিল তখন ওকে বলেছিলাম কেন আমার অভিমান হয়েছিল।’
মাহির সেই পোস্টে অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন কার জন্য এমন হলো। চিত্রনায়ক সায়মন সাদিক মন্তব্য করেন, কে আবার একা খেয়ে ফেলল! এর উত্তরে মাহি লেখেন, অনেক আগের ঘটনা।
আমি এমন ক্যান।
এরপর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, সম্প্রতি এই অভিমানের কারণ কে হলো? এর জবাবে মাহি বলেন, এক ড্রাইভারের সাথে।
আরএ/টিএ