টেস্ট দলে ডাক পাওয়ার খবরে ‘ঘেমে গিয়েছিলেন’ তানভীর

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট খেলতে দুই দল এবার চট্টগ্রামে উড়াল দেবে। এদিকে, আজ (বুধবার) বিকেলে হারের পরই রাতে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথম টেস্টের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে।
 
ওপেনার জাকির হাসানের জায়গা হয়নি চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে। যদিও প্রথম টেস্টেও তিনি একাদশে ছিলেন না। তার বদলে চট্টগ্রাম টেস্টের জন্য ডাক পেলেন এনামুল হক বিজয়। এ ছাড়া পেসার নাহিদ রানার বদলে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানভীর ইসলাম। জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে এই স্পিনার প্রায় নিয়মিত মুখ হলেও টেস্টের জন্য এবারই প্রথম ডাক পেলেন।

লাল বলের ক্রিকেটে দলে ডাক পাওয়ার পর বেশ অবাকই হয়েছেন তানভীর। ঢাকা পোস্টকে তৎক্ষনাৎ নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। ২৮ বছর বয়সী বাঁ-হাতি এই স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভাই। নিউজটা শুনে খুবই ভালো লাগলো। নিউজটা শোনার সঙ্গে সঙ্গে আমি ঘেমে গিয়েছিলাম।’
 
টেস্ট দলে ডাক পাওয়ার বিষয়ে কিছুদিন আগে স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের কাছ থেকে ইঙ্গিত পাওয়ার কথা জানিয়ে তানভীর বলেন, ‘অবশ্য এই বিষয়টা স্পিন বোলিং কোচ সোহেল ভাই আমাকে কিছুদিন আগে বলেছিলেন। যাতে আমি লাল বলের জন্য রেডি থাকি। আমি টেস্ট দলে হয়তো ডাক পেলেও পেতে পারি। আলহামদুলিল্লাহ এখন পেয়েছি।’
 
লাল বলের ক্রিকেটে অনেকের স্বপ্ন থাকে দেশের জন্য বড় কিছু করার। তবে আপাতত দলের পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করার চিন্তা তানভীরের, ‘আপাতত বড় কোন স্বপ্ন দেখতে চাচ্ছি না। দলের অবস্থা যেমন থাকবে আমি তেমনটাই পারফর্ম করার চেষ্টা করব। প্রয়োজন অনুযায়ী পারফর্ম করার চেষ্টা থাকবে। যদি দলের এক উইকেট প্রয়োজন হয় আমি সেটাই করব, যদি দলের পাঁচ উইকেট প্রয়োজন হয় সেটারও চেষ্টা থাকবে ইনশা-আল্লাহ। দলের জন্য আমি নিবেদিত থাকতে চাই।’

গত মাসখানেক ধরে সাদা বলের ক্রিকেটে খেলছেন তানভীর। হঠাৎ করে লাল বলে সুযোগ পেলেন, একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কি না এমন প্রশ্নে তানভীরের জবাব, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই (থাকবে), ক্রিকেট মানেই তো চ্যালেঞ্জ। ক্রিকেটে যে যত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে, সে তত সফল হবে।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ