ভিন্ন ধর্মাবলম্বীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এক প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মসজিদ ও মন্দিরে যেন পাহারা দিতে না হয়, তেমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই দেশে মসজিদ ও মাদরাসায় যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা মানতেই চাই না।এই সংস্কৃতি আমরা বদলাতে চাই। এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে কাউকে মন্দির পাহারা দিতে হবে না।’
এ সময় ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়ে দলটির আমির বলেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের যত ন্যায্য দাবি-দাওয়া ছিল, আগে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে এসব দাবি পূরণের অঙ্গীকার করত। তবে কখনো তারা সেগুলো বাস্তবায়ন করেনি।
সমাজের খারাপ অবস্থা থেকে উঠে দাঁড়াতে সবাইকে সত্য বলার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘সাহস করে আজ যদি সত্যকে সত্য বলেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, তাহলে খারাপ সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর হবে।’
জামায়াত গালি খাওয়ার রাজনীতি করতে চায় না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা শুধু নিজেদের দিকে তাকান, তাঁরা চতুর্দিকে কী হচ্ছে সেগুলো দেখেন না। আমরা এমন রাজনীতি করতে চাই না, যে রাজনীতি করলে মানুষ সামনে এলে সম্মান করবে, আর পেছনে গিয়ে গালি দেবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা, হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রমুখ।
এমআর/টিএ