কাশ্মীরে পহেলগাঁম হামলায় ২৭ জন নিহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের। নিজে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষ হওয়ায় বিষয়টি নিয়ে বরাবরই সরব দেখা যায় তাকে। এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুপম বলেছেন, “এমন শাস্তি দিন, যা দৃষ্টান্ত হয়ে থাকবে গোটা বিশ্বের কাছে।” তাঁর দাবি, এ ধরনের বর্বর ঘটনায় শুধু দুঃখ নয়, রাগও জমে আছে। তিনি বলেন, “কাশ্মীরি হিন্দুদের বিরুদ্ধে এমন বর্বরতা বহুবার ঘটেছে। 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমায় সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছিল।”
ঘটনার নির্মমতা নিয়ে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি কাটাতে আসা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে। এটা কাপুরুষোচিত কাজ। ওই মহিলাকে ভুলতে পারছি না, যিনি স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন। তিনি যখন বললেন ‘আমাকেও মেরে ফেলো’, জঙ্গিরা তাকে বলেছিল, ‘আগে বার্তা দিয়ে আসো’। এই ধরনের নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
অনুপমের বক্তব্যে উঠে এসেছে ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে কাশ্মীর পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি।
আরএ/টিএ