কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জীবনযাত্রা এক অনুপ্রেরণার গল্প। আজকের এই অবস্থানে পৌঁছানোর আগে তিনি একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শৈশবের অভাব, বাবার ক্যানসারজনিত মৃত্যু, মায়ের অকাল প্রয়াণ এসব ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তবে তিনি থেমে যাননি। নিজের স্বপ্নের পেছনে ছুটে চলেছেন অবিচলভাবে। বলিউডে পা রাখার পরও একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। তবে প্রতিটি বাধা জয় করে তিনি আজ বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী অভিনেতা। 

তবে নিজের কঠিন সময়েও শাহরুখ ছিলেন বিনয়ী। নম্রতা ও ভদ্রতা তাকে এতদুর নিয়ে এসেছে, এমনটাই দাবি সবার।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তেমনই এক ঘটনা শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। তিনি বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না।

সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন। এ সিরিজের সহকারী পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন।

ওই সময় শেখর কাপুর তার সহকারী তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সে সময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু।

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানি না কীভাবে কী করতে হবে। তবুও আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশি মনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’

তিগমাংশু আরও বলেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার ওপর বেশ রেগে থাকবেন। কিন্তু এ চায়ের ঘটনার পরও আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল।’

ধীরে ধীরে তিগমাংশু একজন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। তিগুমাংশু ‘পান সিং তোমার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। অভিনয় করেছন ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো সিনেমায়।

শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সামনে ভিন্নভাবে হাজির করবেন। যদিও ওটিটিতে এরই মধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে। তবে কিং দিয়ে তার পায়ের তলার মাটি শক্ত করতে চান শাহরুখ। আর তাই এই সিনেমা নিয়ে তার পরিকল্পনাও বেশ বড় রকমের। এতে তিনি নিজেও হাজির থাকছেন পর্দায়।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বক্স অফিসে ‘কেসারি ২’-এর দাপট, মুখ থুবড়ে পড়ছে ‘জাট’ Apr 24, 2025
img
১২ হাজার রান! টি-টোয়েন্টির বিশেষ ক্লাবে রোহিত, সামনে কেবল কোহলি Apr 24, 2025
img
নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী Apr 24, 2025
img
পাকিস্তানই জঙ্গিদের লালন-পালন করে : দানিশ কানেরিয়া Apr 24, 2025
img
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও চোরাই গরু জব্দ Apr 24, 2025
img
করণ জোহরের দ্রুত ওজন কমার রহস্য কী? Apr 24, 2025
img
চলতি বছরে দেশে ৩০ লাখ মানুষ নতুন করে ‘দরিদ্র’ হতে পারে Apr 24, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, তবে কি পাকবধূ সীমা হায়দারের ভারতে থাকা অনিশ্চিত? Apr 24, 2025
আনিসুল হকের বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ! Apr 24, 2025
যে অভিযোগ করছেন রানা প্লাজার ঘটনায় আ'হ'ত'রা Apr 24, 2025