২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ছিল এনামুল হক বিজয়ের শেষ টেস্ট অভিজ্ঞতা। এরপর সাদা পোশাকে তাকে আর দেখা যায়নি; তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে মাঝে মাঝে সুযোগ পেয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ২০২৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাত্র সাত ইনিংসে ৫৭২ রান করে তিনি তার ব্যাটিং দক্ষতা প্রমাণ করেন, যা তার জাতীয় দলে ফেরার পথ সুগম করে।
২০২২ সালে সবশেষ টেস্ট খেলার পর থেকে ঘরোয়া ক্রিকেটে বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে। কেবল চলতি ডিপিএলেই বিজয় করেছেন ৮৭৪ রান।
যেখানে তার গড় ৭৯ দশমিক ৪৫। আছে ৪টি করে ফিফটি এবং সেঞ্চুরি। যার অর্থ, ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোই রপ্ত করেছেন ৩২ বছর বয়েসী এনামুল হক বিজয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বললেন এমন ভালো ফর্মের কথা।
গণমাধ্যমকে গাজী আশরাফ বলেন, ‘আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরন দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’
দলে তিন স্পিনার ছিল নতুন করে তানভীর ইসলামের সুযোগ পাওয়া। চট্টগ্রামের উইকেট সাপেক্ষে চার স্পিনার একটু বেশিই বলা চলে। প্রধান নির্বাচকও মেনে নিলেন সেটা। যদিও উইকেট বিবেচনাতেই একাদশ চূড়ান্ত করা হবে বলে জানালেন তিনি, ‘এখন চার জন স্পিনার হয়ে যাওয়াতে অপশন বেড়ে গেল। একাদশে খেলার বিষয়ে উইকেট দেখে হয়তো ফাইনাল কল নিতে পারে।’
এদিকে তানভীর ইসলাম জাতীয় দলে ডাক পাওয়ায় সুযোগ হয়নি হাসান মুরাদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের সিরিজে থাকবেন হাসান মুরাদ এটা এখন অনেকটাই নিশ্চিত।
আরএম/টিএ