পিএসএলে নাহিদ রানাকে নিয়ে আশাবাদী আতাহার আলী

​বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা এবার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর প্লেয়ার্স ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এটি তার প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা। গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার গতি ও বোলিং দক্ষতা নজর কাড়ে। পেশোয়ার জালমি তাকে 'স্পিডস্টার' হিসেবে অভিহিত করেছে। 

টাইগার স্পিডস্টারকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। তিনিও বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলে। ম্যাচের ধারাভাষ্যে থাকবেন তিনি।

নাহিদের সঙ্গে ছবি দিয়ে আতাহার লিখেছেন, ‘পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’ ছবিতে দেখা যাচ্ছে, জার্সি ও কালো গেঞ্জি পরে আছেন নাহিদ। তার সঙ্গে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট পরে পোজ দিয়েছেন আতাহার। দুজনকে একই ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন কিনা, তা জানা যায়নি। কবে নাগাদ যাবেন, তাও নিশ্চিত হওয়া যায়নি।

পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পান তিনজন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। চোটে পড়ে শুরুর আগেই পাকিস্তান থেকে ফেরেন লিটন। তবে রিশাদ দেখাচ্ছেন স্পিন ভেলকি। লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই লেগি। নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি।

বাবর আজমের দলের হয়ে খেলবেন নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের কারণে তাকে শুরু থেকে এনওসি দেয়নি বিসিবি। একই ‍টুর্নামেন্টে ধারাবিবরণী দেবেন আতাহার। রিশাদের পর এবার এই দুজনের পিএসএল মাতানোর পালা।

 আরএম/টিএ 


Share this news on: