এবার তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি'

এবার কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমা ‘জংলি’। ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

গেল ঈদে দেশে অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জংলি’। মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রথমদিকে। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরো বাড়ানো হয় প্রদর্শনীর সংখ্যা। এমনকি এখনো অনেকে জংলি দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। মুক্তির এতোদিন পরও কেবল সিনেপ্লেক্সেই চলছে সিনেমাটির ২১টি শো।

দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে এবার কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমা জংলি। ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি,আমেরিকার ২৮টি ও ইউকে’র ৭টি থিয়েটারে চলবে জংলি।

ইউকে'তে স্বপ্ন স্কেয়ারক্রো-এর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

মূলত, তিন দেশের মোট চল্লিশটি শহরের চল্লিশটি বিশ্বখ্যাত চেইন থিয়েটারে জংলি মুক্তি পাচ্ছে।

প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে জংলি:
কানাডা
টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার এবং উইন্ডসর।
আমেরিকা
নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি এবং ক্যানসাস সিটি।
ইংল্যান্ড
লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন এবং ফেলথাম।

এ বিষয়ে পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার প্রেশার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভাল শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে জংলি।’

জংলি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কি কারণে দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল? Apr 24, 2025
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলেই ধরবে এআই! Apr 24, 2025
কাশ্মীরের ঘটনায় পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত Apr 24, 2025
img
দেশপ্রেমের মিথ্যা বয়ানে গত ১৫ বছর গণহত্যা চালানো হয়েছে : শিবির সভাপতি Apr 24, 2025
ভেঙে গেছে সামিরা খান মাহির ৪ বছরের সম্পর্ক Apr 24, 2025
img
জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা Apr 24, 2025
img
পেঁয়াজের দাম কমেছে হিলিতে Apr 24, 2025
img
'আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই' Apr 24, 2025
img
'সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে' Apr 24, 2025
img
যারা আ. লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : টুকু Apr 24, 2025