যারা আ. লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : টুকু

গত ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা টুকু বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে।এর বিচার মহান আল্লাহ করেছেন, তাকে পরনের কাপড় পড়ার সময়ও দেননি।’

তিনি বলেন, ‘নতুন করে আওয়ামী লীগের কেউ যেন কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বিগত ১৬ বছর লুটেপুটে খেয়েছে, আগামীতে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ