গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারওয়ার কবীরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে গাইবান্ধা সদর আমলী আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরজ্জামান।
পরে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।
অধিকতর তদন্তের স্বার্থে এই রিমান্ড প্রার্থনা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ জানান, রিমান্ডের বিরোধিতা ও সাবেক এমপির জামিন প্রার্থনা করা হলে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আরআর/টিএ