চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা তৈরির মামলায় এক আইনজীবী ও এক কম্পিউটার দোকান মালিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমন দে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই মো. আজহার গণমাধ্যমকে জানান, দুই আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৮ মার্চ সরকার হাসান শাহরিয়ার নামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে একটি জাল হলফনামা তৈরি করা হয়। এ ঘটনায় আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় মূল আসামি হিসেবে রোজী আক্তার নামের এক নারীকে এবং অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়।
জানা যায়, ওয়ারিশ-সংক্রান্ত এই হলফনামাটি তৈরি করা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। তদন্তে উঠে আসে, এতে পাঁচটি ভুয়া সিল, তিনটি স্বাক্ষর ও ক্রমিক নম্বর ব্যবহৃত হয়। এ ঘটনায় প্রথমে রোজী আক্তার, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ উদ্দিন ও নয়ন দে নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ফরহাদ উদ্দিন পুলিশকে জানান, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করতে সুমন দে’র দোকানে যান। এরপর সুমন দেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসএস