৮ মাসেও আ.লীগের কোনো স্পষ্ট বিচার চোখে পড়েনি : আব্দুল্লাহ আল মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ও বিচার বিভাগে যারা আছেন তাদের সবাইকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি। ৮ মাস পরেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো স্পষ্ট বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচারব্যবস্থাকে দ্রুততর করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি বিশ্বাস করি আপনারা নেবেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, শ্রীপুর উপজেলা এনসিপির নেতা আবু রায়হান মিসবাহ্ প্রমুখ।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কিছু দুর্বৃত্ত রাজনৈতিক নেতা এখনো আওয়ামী লীগকে পুনবার্সন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, মাওনার মাটিতে আবার রক্তের বন্যা বয়ে যাবে। কীভাবে আওয়ামী লীগের বিচার করতে হয় সেই ব্যবস্থা জনগণই গ্রহণ করবে। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে যদি কোনো মানুষ রক্তাক্ত হয় তাহলে সেই দায়িত্ব সরকারকেই নিতে হবে।

কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম বলেন, এই মাওনায় শহীদদের রক্ত এখনো লেগে আছে। কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। এই আওয়ামী লীগ আমাদের হাজারো মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই রাজপথে রক্ত লেগে আছে, এই রাজপথেই শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, আমরা রাজপথে সক্রিয় থাকব।

প্রত্যেক ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। শহীদ ভাইদের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ যারা জড়িত ছিল প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। আজকের সমাবেশ থেকে ঘোষণা করতে চাই আমরা কিন্তু বসে পড়িনি, আমরা কিন্তু হেরে যাইনি। এনসিপি যতদিন আছে, ২৪ এর পক্ষে যারা শহীদ তাদের পক্ষে কথা চলবে। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় এনসিপি থাকবে। দুইটা একসঙ্গে চলতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলার মানুষ আবারও রাজপথে নামবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসএম/টিএ

Share this news on: