রিয়্যালিটি শো থেকে উঠে এসেও সংগীতে নিজের অবস্থান ধরে রেখেছে ওপার বাংলার গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত। এবার শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন হিন্দি গান ‘গমন কা তু মরহাম’। এই রোমান্টিক গানটির সুর ও কথা তৈরি করেছেন মিউজিক ডিরেক্টর রজত ঘোষ।
‘মুভি অ্যান্ড মিউজিক’ প্রোডাকশনের ব্যানারে গানটি মুক্তি পেয়েছে। কলকাতার বাইরে মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে, যা এর রোমান্টিক আবহে নতুন মাত্রা যোগ করেছে। রজত ঘোষ নিজেই গানটি লিখেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন।
এই নতুন গান প্রসঙ্গে মিউজিক ডিরেক্টর রজত ঘোষ বলেন, ‘আমার বিশ্বাস, এই গানে অন্বেষা সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের মন জয় করে নেবে। মুক্তির পর থেকেই আমরা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ভবিষ্যতেও এমন ভালোবাসা পাবো বলে আশা করি।’
অন্বেষা দত্ত গুপ্তের কণ্ঠে এর আগেও অনেক গান শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। ‘গমন কা তু মরহাম’ গানটি তার গানের পরিসরকে আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে। গায়িকা নিজেও এই গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
তিনি বলেন, ‘এই গানটি আমার কাছে খুবই স্পেশাল। রজত ঘোষের সংগীত পরিচালনায় এই গানের স্বাদ সত্যিই অন্যরকম। আমি আমার শ্রোতাদের একটি ভিন্ন স্বাদের গান উপহার দিতে পেরে আনন্দিত।’
উল্লেখ্য, অনেক রিয়্যালিটি শো তারকা সময়ের সাথে হারিয়ে গেলেও, অন্বেষা দত্ত গুপ্ত তার সংগীতের প্রতি অবিচল নিষ্ঠা এবং প্রতিভার জোরে বছরের পর বছর ধরে শ্রোতাদের মন জয় করে চলেছেন।
টিকে/