রিতেশের ছবির শুটিং চলাকালেই প্রাণ গেল নৃত্যশিল্পীর

বলিউড অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’র শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী নৃত্যশিল্পী সৌরভ শর্মা। পানিতে ডুবে যাওয়ার দুই দিন পর, বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় তার মরদেহ।

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ ছবির শুটিং চলছিল। সেখানে কোরিওগ্রাফারদের মধ্যে নৃত্যশিল্পী সৌরভ শর্মাও ছিলেন।

তিনি একটি গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়।
খবরে বলা হয়, ওই গানে রঙ ছিটানোর একটা বিষয় ছিল, ফলে সৌরভও রং ছড়িয়েছিলেন। তাই তার হাতে রং লেগেছিল।

পরে শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর তিনি সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই তিনি নদীর গভীরে চলে যান। তারপর তীব্র স্রোতে ভেসে যান।

পরে মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে বুধবার সকালে তা পুনরায় শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কিংবদন্তি মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’। অভিনেতা রিতেশ দেশমুখ ছবিটি পরিচালনা করছেন। ছবিতে তাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শুভর দীপ্তিমান প্রত্যাবর্তন, আসন্ন ৫ ছবি নিয়ে চর্চা তুঙ্গে Apr 25, 2025
img
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আ. লীগ কর্মী গ্রেফতার Apr 25, 2025
img
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : আব্দুস সালাম Apr 25, 2025
img
পহেলগামের হামলাস্থলে ভারতীয় সেনা ছিল না কেন? Apr 25, 2025
img
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’ Apr 25, 2025
img
কাশ্মিরে হামলা: পার্টি বাতিল করলেন আরিয়ান খান Apr 25, 2025
img
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ Apr 25, 2025
img
পুলিশে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকার প্রতারণা, প্রতারক গ্রেফতার Apr 25, 2025
img
কেন খাবেন পুদিনা চা? Apr 25, 2025
img
শর্ত সাপেক্ষে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন গার্দিওলার স্ত্রী Apr 25, 2025