শর্ত সাপেক্ষে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন গার্দিওলার স্ত্রী

ম্যানচেস্টার সিটিতে সময়টা ভালো কাটছে না পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে তার দল। প্রিমিয়ার লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে, এখন সেরা পাঁচে থাকা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিটিতে গার্দিওলার এমন হতশ্রী অবস্থার পেছনে অনেকেই স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে তার বিচ্ছেদের যোগসূত্র টেনেছিলেন।

সাবেক বার্সেলোনা কোচের সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন তার স্ত্রী ক্রিস্টিনা। সংবাদমাধ্যম এল নাসিওনালের মতে, চলতি মাসেই ওই বিচ্ছেদ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে তিনদিন একসঙ্গে থাকার পর ক্রিস্টিনা আপাতত বিচ্ছেদের পথ থেকে সরে এসেছেন বলে দাবি করা হয়েছে।
সেজন্য অবশ্য এক শর্ত দিয়েছেন ৫১ বছর বয়সি ক্রিস্টিনা। প্রতি সপ্তাহে অন্তত একবার করে কাতালুনিয়া যেতে হবে গার্দিওলার। সময় কাটাতে হবে তাদের সঙ্গে। সংবাদমাধ্যমের মত, এই শর্তেই ক্রিস্টিনা দ্বিতীয় সুযোগ দিয়েছেন গার্দিওলাকে।

জানা যায়, গত বছরের নভেম্বরে ম্যানসিটির সঙ্গে গার্দিওলা দুই বছরের নতুন চুক্তি করার পরই স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। নাসিওনালের মতে, এটাই নাকি তাদের বিচ্ছেদ হতে যাওয়ার প্রধান কারণ। ক্রিস্টিনা তার ছোট সন্তানকে নিয়ে ২০১৯ সালে কাতালুনিয়া ফিরে যান এবং নিজের ব্যবসায় মনোযোগ দেন। তিনি সুপরিচিত একজন ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনায় খেলেন এবং ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তখন ক্রিস্টিনার সঙ্গে প্রেম হয় তার। দু’জন ডেটিং শুরু করেন। ২০১৪ সালে সম্পর্কের প্রায় ২০ বছর পরে বিয়ে করেন তারা। ততদিনে সংসারে এসে গেছে তিন সন্তান।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বার্সেলোনার বিপক্ষে ফাইনাল না খেলার ভাবনায় রিয়াল মাদ্রিদ! Apr 26, 2025
img
ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের প্রতিবাদ Apr 26, 2025
img
আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু Apr 26, 2025
img
রায়ের ভয় দেখিয়ে নির্বাচনে বাধ্য করা হয়েছিল— দাবি শওকত মাহমুদের Apr 26, 2025
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা Apr 26, 2025
img
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে Apr 26, 2025
img
আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক Apr 26, 2025
img
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ Apr 26, 2025
img
‘লাল ফাইল’ নিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ, কী আছে সেখানে? Apr 26, 2025
img
বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম Apr 26, 2025