মুসলিম হয়ে হিন্দু ভাইবোনেদের কাছে ক্ষমা চাইছি: হিনা

পহেলগামে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। এই আবহেই নতুন কাশ্মীর গড়ার ডাক দিলেন সেখানকার ভূমিকন্যা অভিনেত্রী হিনা খান!

ঘটনাটি যে দিন ঘটে, তখন কাশ্মীরে ছিলেন হিনা। কারণ, সেখানেই তাঁর বাড়ি। ক'টা দিন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে। তখনই পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ যায় নিরাপরাধ ২৭ পর্যটকের। ওই ঘটনার পরই জানিয়েছিলেন, তিনি লজ্জিত। এই ঘটনার পর কাশ্মীরের মুসলিমরা তীব্র প্রতিবাদে নামেন। তাঁরা যে এই ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে, সে কথা বার বার বলেছেন। এমনকি, কয়েক জনের কুকর্মের জন্য কাশ্মিরীদের ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন। এ বার হিনার দাবি, ফিরিয়ে আনা হোক হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের। পাশপাশি, তিনি মুসলিম হয়ে হিন্দু ভাইবোনেদের কাছে ক্ষমা চান।

হিনার কথায়, “ভারতের জন্য অন্ধকার দিন। চোখে জল নিয়ে জানাচ্ছি, বাস্তবকে এড়ানো যায় না। মগজধোলাই হওয়া সন্ত্রাসবাদীরা নিজেদের মুসলিম বলে দাবি করেছেন ঠিকই। কিন্তু তাঁরা অমানবিক ও অমানুষ। বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে একজন মুসলিমকে যদি তাঁর ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার পরও কোনও না কোনও ভাবে তাঁকে হত্যা করা হয়, সেই বিভৎসতা আমার কল্পনাতীত। আমরা হৃদয় সংঙ্কুচিত হয়ে যাচ্ছে। একজন মুসলিম হিসেবে আমি আমার সমস্ত হিন্দু ভাইবোন এবং আমার সহ-নাগরিকদের কাছে ক্ষমা চাইছি। আমি চাই, আমার হিন্দু কাশ্মিরী পণ্ডিত ভাইবোনদের ফিরিয়ে আনা হোক। কারণ, নতুন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন লক্ষ করতে পারছি। তাঁর ভারতে অখণ্ডতা রক্ষা করতে তৎপর।’’হিনা আরও বলেন, ‘‘কিছু মুসলিমের কুকীর্তির জন্য আমি এতটাই লজ্জিত যে, আমার সহনাগরিকদের কাছে অনুরোধ করতে বাধ্য হচ্ছি, আমাদের সকলকে গুলিয়ে ফেলবেন না দয়া করে। এই কঠিন সময়ে আমরা যদি একে-অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত থাকি, তাহলে আমাদের আসল উদ্দেশ্য পূরণ হবে না।’’এই ঘটনা তাঁর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে বলেই জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘এখানে আমার যন্ত্রণাটা বড় কথা নয়। এটি তাঁদের সকলের ব্যথা, যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। এটি প্রতিটি ভারতীয়ের ব্যথা। আমি তাঁদের শক্তি এবং শান্তির প্রার্থনা করছি। যাঁদের হারিয়েছি, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। এই সময় দাঁড়িয়ে আমাদের খাটো করে কথা বলা উচিত নয়। আমি এর নিন্দা করি। যারা এ কাজ করেছে, তাদের আমি ঘৃণা করি।’’

এফপি/টিএ

Share this news on: