মক্কার কাছে জেনিফার লোপেজের কনসার্ট, মুসল্লিদের ক্ষোভ প্রকাশ

সৌদি আরবের আয়োজিত একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গত সপ্তাহে জেদ্দায় ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ প্রতিযোগিতা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

গত ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

তারা বলছেন কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, “মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।”
এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে।

বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি। যা একটা সময় দেশটিতে অকল্পনীয় ছিল।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজও রোদে পুড়বে ঢাকা, বৃষ্টির সম্ভাবনা নেই Apr 26, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফয়সালা হওয়ার আগে নির্বাচন নয়, বললেন সারোয়ার তুষার Apr 26, 2025
img
১৮ বছরেই পালিয়ে বিয়ে করেছিলাম, তাই আর নায়িকা হতে পারিনি: সমতা Apr 26, 2025
img
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’ Apr 26, 2025
img
অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের পর হামলার শিকার সাংবাদিক Apr 26, 2025
img
ঐক্যবদ্ধ হলে ইসলামী দলগুলো জাতিকে দিতে পারবে কল্যাণময় রাষ্ট্র ও সরকার: মাওলানা আব্দুস সাত্তার Apr 26, 2025
img
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন Apr 26, 2025
img
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪ Apr 26, 2025
img
জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে রাজনীতি করলে কেয়ামত ঘটায়ে দেব: নুরুল হক নুর Apr 26, 2025
img
অভিনেতা না হলে কী হতেন বিক্রম? Apr 26, 2025