কাশ্মীর হামলায় ‘ধর্ম’ টেনে আনার বিরুদ্ধে সরব শত্রুঘ্ন, বললেন “ক্ষতটা তাজা, সাবধানে হাঁটুন”

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই দেশজুড়ে শোক ও ক্ষোভ। তবে তার মাঝেই বার বার উঠে এসেছে এক অভিযোগ— ধর্ম জেনে গুলি চালিয়েছে জঙ্গিরা। ফলে সমাজমাধ্যমে শুরু হয়েছে নতুন করে ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি। আর এবার ঠিক এই ইস্যুতেই মুখ খুললেন প্রবীণ অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিন্‌হা।

একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়— “হিন্দুদের উপর যেভাবে হামলা হচ্ছে, আপনি কী বলবেন?” উত্তরে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন অভিনেতা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,
“এত হিন্দু হিন্দু করার কী আছে এখানে? হিন্দু-মুসলিম সকলেই তো ভারতীয়।’’

শত্রুঘ্নের বক্তব্য, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তাই এমন কিছু করা বা বলা একেবারেই উচিত নয়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
“এটা একটা প্রোপাগান্ডার যুদ্ধ চলছে,” মন্তব্য করে তিনি আরও বলেন,
“ক্ষতটা একেবারে তাজা। আগে সময় দিন, মানুষ একটু সেরে উঠুক। তারপর সব বিশ্লেষণ করা যাবে। এখন শুধু উস্কানি নয়, দরকার সহমর্মিতা।”

এই ঘটনার আগেই পহেলগাঁও হামলা নিয়ে ধর্মীয় বিভাজনের তীব্র বিরোধিতা করেছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিন্হাও। স্বামী জাহির ইকবাল মুসলিম হওয়ায়, নিজে বহুবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। কিন্তু তাতে দমে না গিয়ে, পিতার পথেই হাঁটছেন তিনি— সহাবস্থানের পক্ষে, ঘৃণা-রাজনীতির বিরুদ্ধে।


এসএস

Share this news on: