বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে- এমন একটি সংবাদ আসে। দ্য উইক ম্যাগাজিন এটি কভার স্টোরি হিসেবে প্রচার করে। বলা হয় এটি যুক্তরাজ্যের ম্যাগাজিন। বাস্তবে এটি ভারতীয় ম্যাগাজিন। তারেক রহমানকে নিয়ে সেখানে লেখাটি কভার স্টোরির একটা অংশ মাত্র।
ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশ দেখেছে, তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ম্যাগাজিনটি (দ্য উইক) ভারতের। যদিও একই নামে ব্রিটিশ ম্যাগাজিনও রয়েছে।
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ম্যাগাজিনটি (দ্য উইক) ভারতের। যদিও একই নামে ব্রিটিশ (যুক্তরাষ্ট্র সংস্করণও আছে) একটি ম্যাগাজিনও রয়েছে। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য উইক' -এর চলতি সংখ্যার কাভার স্টোরি প্রকাশ করা হয়েছে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসকে নিয়ে। তারেক রহমানকে নিয়ে নয়।
বুম বাংলাদেশ তাদের পোস্টে জানিয়েছে বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Fahmida Haq’-এর এই সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ব্রিটিশ পত্রিকা দ্য উইক নয় বরং ভারতীয় 'দ্য উইক' তারেক রহমানকে নিয়ে স্টোরি করেছে। এছাড়াও অনেকে তারেক রহমানকে নিয়ে লেখাটিকে কভার স্টোরি উল্লেখ করলেও মূলত কভার করা হয়েছে প্রফেসর ইউনুসকে নিয়ে, আর তারেক রহমানকে নিয়ে লেখাটি কভার স্টোরির একটা অংশ মাত্র (সংক্ষেপিত)।
এখানে তারেক রহমানকে জনপ্রিয় এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবেন সেটা এখনো বিএনপি প্রকাশ করেনি। বিএনপি থেকে কে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়টি এখনো আলোচনায় উঠেনি।
এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের জয়ী হয়ে আসতে হয়। সংসদ সদস্যদের বটে একজন সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হন। বাংলাদেশের সাধারণত দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন। তারেক রহমান এর আগে কখনো প্রধানমন্ত্রী হননি। খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি দলটির প্রধান।
এসএন