কোপা দেল রে ফাইনালের এক দিন আগেও নির্ধারিত অনুশীলনে অংশ নেয়নি রিয়াল মাদ্রিদ। বাতিল করেছে সংবাদ সম্মেলনসহ যাবতীয় আনুষ্ঠানিকতা। এতে প্রশ্ন উঠেছে—বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতের ফাইনালে আদৌ অংশ নেবে কি না লস ব্লাঙ্কোসরা।
ঘটনার সূত্রপাত হয় ম্যাচ রেফারি রিকার্ডো ডি বারগোসের সংবাদ সম্মেলনে। এক মাদ্রিদভিত্তিক টিভি চ্যানেলের সাংবাদিক বার্সেলোনার জয়ের পক্ষে থাকা রেফারির পরিসংখ্যান টেনে প্রশ্ন করলে আবেগে ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। তিনি রিয়াল মাদ্রিদ নিয়ে তার জীবনের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার কথা জানান।
এই ঘটনার পরপরই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে রেফারি পরিবর্তনের আবেদন করে রিয়াল মাদ্রিদ। কিন্তু ফেডারেশন জানিয়ে দেয়, এই মুহূর্তে রেফারি বদলের কোনো সুযোগ নেই। তারা আরও বলে, এমন সিদ্ধান্ত নিলে তা রেফারিং কমিটিতে এক দলের হস্তক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।
ফেডারেশনের এমন সাফ জবাবে ক্ষুব্ধ হয় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি এরইমধ্যে ফাইনালের পূর্ববর্তী অনুশীলন এবং সংবাদ সম্মেলন বয়কট করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও এএস-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ফাইনালটিও বয়কট করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। অন্যদিকে রেলেভো স্পোর্টস জানিয়েছে, এই সংকটের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে—আদৌ কি মাঠে গড়াবে কোপা দেল রে ফাইনাল?
এমন উত্তপ্ত পরিস্থিতিতে রিয়ালের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কা। ক্লাবের আইনজীবীরা এ নিয়ে কাজ করছেন।
এসএস