পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর। অভিনয় জীবনে তিনি যেমন প্রশংসিত, তেমনি নিজের স্পষ্টভাষী ও অনড় ব্যক্তিত্বের জন্য প্রায়শই থাকেন বিতর্কের কেন্দ্রে।

‘ওয়েলকাম’ খ্যাত এই অভিনেতা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শোনা যায়, চরিত্রাভিনেতা হিসেবে তিনিই প্রথম কোটি টাকার পারিশ্রমিক দাবি করেন, যা তখনকার নায়কদের সমতুল্য ছিল। এবং তা তাঁকে পরিশোধও করা হয়।

তবে পর্দার চেয়ে বাস্তব জীবনে নানা অনেক বেশি সরল, সাধারণ জীবনযাপন করেন। থাকেন সাধারণ পোশাকে, গলায় থাকে গামছা, খাওয়াদাওয়ায় নিরামিষ। কিন্তু একবার এক প্রযোজকের মাংস খাওয়া মেনে নিতে পারেননি তিনি।

অভিনেতা পরেশ রওয়াল, যিনি নানার ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁর ব্যক্তিত্বের ভক্ত, সেই ঘটনার স্মৃতি তুলে ধরে বলেন—
“এক প্রযোজক রাতে নানার বাড়িতে এসে পাঁঠার মাংস খেয়েছিলেন। নানা তখন কিছু বলেননি। বরং খাওয়ার পর জিজ্ঞেস করেছিলেন, ‘শান্তিতে খেয়েছেন তো?’ জবাব আসতেই তিনি সেই প্রযোজককেই দিয়ে বাসন মাজিয়ে নেন! নানা এমনই। ওঁর ব্যতিক্রমী ব্যাক্তিত্বই ওঁকে আলাদা করে।”

এই ঘটনাই প্রমাণ করে, নানা পাটেকর শুধু অভিনয়েই নয়, জীবনযাপন ও মূল্যবোধেও একজন অনন্য চরিত্র।


এসএস

Share this news on: