দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন

দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সহচরী’-তে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সম্প্রতি স্বামী ভরত দেববর্মার প্রয়াণে শোকগ্রস্ত মুনমুন সেন কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। ‘সহচরী’ দিয়ে তাঁর এই ফিরে আসা তাই এক আবেগঘন অধ্যায় হয়ে উঠেছে।

শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সুস্মিতা জানান, মুনমুন সেন শ্যুটিংয়ের সময় তাঁকে একটি কানের দুল উপহার দেন এবং পরে বাড়িতে পাঠান একটি ব্যাগও। সহশিল্পী হিসেবে তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানান সুস্মিতা।

নারী-নারীর সম্পর্কের আন্তরিক বন্ধনকে কেন্দ্র করে তৈরি ‘সহচরী’ ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে। নির্মাতাদের আশা, এই হৃদয়স্পর্শী গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে।


এসএস

Share this news on: