‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর

মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘আড়ি’-র প্রদর্শনের আগেই ছন্দপতন। দক্ষিণ কলকাতার এক শপিং মলের প্রেক্ষাগৃহে এই ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রদর্শন শুরুর আগে শপিং মলের প্রবেশপথেই ঘটে অস্বস্তিকর ঘটনা—নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছবির পরিচালক জিৎ চক্রবর্তী।

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জিৎ সেদিন তাঁর স্ত্রী ও বাবাকে সঙ্গে নিয়ে মলে আসেন। অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্ক শুরু হয় তাঁর। নিরাপত্তারক্ষীর আচরণ পরিচালকের বাবার প্রতি ছিল অপমানজনক বলে দাবি করা হয়। এমনকি, জিতের স্ত্রীর দিকেও অশোভন ভঙ্গিতে ইঙ্গিত করে কথা বলছিলেন ওই রক্ষী। তাতেই মেজাজ হারিয়ে চিৎকার শুরু করেন পরিচালক।

ঘটনার পর পরিস্থিতি সামাল দেন জিতের বাবা ও স্ত্রী। তাঁকে শান্ত করে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়া হয়।

ছবির স্ক্রিনিংয়ের আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। জানিয়ে ছিলেন, চোখে সমস্যা থাকলেও ‘আড়ি’ পুরোটা দেখবেন, এরপরই মেয়েকে নিয়ে মুম্বই ফিরে যাবেন।

‘আড়ি’ ছবিতে রয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। যশের মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। তিনি বলেন, “পরিচালক জিৎ যখন এই চরিত্রের প্রস্তাব দেয়, তখন আমার ফুসফুস মাত্র ৩০ শতাংশ কাজ করছিল। কিন্তু গল্পটা ভালো লেগে যায়, রাজি হয়ে যাই। মা ও ছেলের গল্প।”

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ছবিতে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, “পেসমেকার বসানো হয়েছে। সাত বছর বাড়ি থেকে বের হইনি। কিন্তু এই চরিত্রটার টানই আমাকে কাজে ফিরিয়েছে।”


এসএস

Share this news on: