বিএনপি নেতার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সহিংসতা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তোফায়েল আহমেদ ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার নামীয় আসামি। এই ঘটনায় নির্বাচনী জনসভায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

ওসি আরিফুল ইসলাম জানিয়েছেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


এসএস/এসএন

Share this news on: