ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যা ঘিরে শোক ও ক্ষোভে বিস্তৃত পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই নির্মম ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রেক্ষাপটে অভিনেতা সুনীল শেঠি জানিয়েছেন, কাশ্মীর ভারতেরই ছিল এবং থাকবে।
সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুনীল শেঠি বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃনা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে।
আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’
অভিনেতা আরো বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব।
জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোনও কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনও সমাধান নয়।’
যেকোনো সময় কাশ্মীরে যেতে প্রস্তুত সুনীল। অভিনেতার ভাষ্যমতে, ‘আমি নিজে থেকে কতৃপক্ষকে ফোন করে জানিয়েছি, আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে আমাদের ওখানে যাওয়া উচিত তা ছুটি কাটাতে হোক বা শ্যুটিং করতে, তাহলে আমরা অবশ্যই আসব।
জঙ্গিদের ভয়ে আমরা কিছুতেই পিছিয়ে আসব না।
বর্তমানে সুনীল শেঠি ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘হেরা ফেরি ৩’ নিয়ে। কাজের পাশাপাশি নিজের ছোট্ট নাতনিকেও সময় দিচ্ছেন তিনি। সম্প্রতি মা হয়েছেন সুনীলকন্যা আথিয়া শেঠি। আর প্রথমবারের মতো নানা হয়েছেন এ অভিনেতা।
আরএম/এনএস