রাবিতে গরমে হাতপাখা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলছে। এদিকে, অতিরিক্ত গরমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল হাতপাখা ও শরবত বিতরণ করেছে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, অ্যাকাডেমিক ভবনগুলোসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। রাজশাহীতে প্রচণ্ড গরম থাকায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা, শরবত, স্যালাইন, পানির বোতল ও বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। হাতপাখা পেয়ে খুশি অভিভাবক ও ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষার জন্য ছেলেকে নিয়ে পাবনা থেকে এসেছেন ইব্রাহিম তালুকদার। তিনি বলেন,সকালে জার্নি করে এসে গরমের মধ্যে বসে আছি। হঠাৎ কয়েকজন হাতপাখা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, প্রথমে ভেবেছি হাতপাখা কিনতে টাকা লাগবে কিন্তু পরে দেখি আমাদের সেবা দেওয়ার জন্য রাবি ছাত্রদল বিনামূল্যে এসব দিচ্ছে। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজে নিয়োজিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অবস্থান করছেন। রাজশাহীতে গ্রীষ্মের তীব্র গরমে ক্যাম্পাসের সব জায়গায় ফ্যানের ব্যবস্থা নেই। এ অবস্থায় হাতপাখাগুলো সবার খুব উপকারে আসবে।

তিনি আরও বলেন, আজ ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়েছি। সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ছাত্রদল ফ্রি মেডিকেল ক্যাম্প, খাবার পানি ও স্যালাইন বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি বাইক সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আরএম/এনএস

Share this news on:

সর্বশেষ

img
পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেশে আসবে এলএনজি Apr 26, 2025
img
ফারুক আহমেদের সম্মানহানি করতে অপপ্রচার চালানো হয়েছে, বিসিবির অভিযোগ Apr 26, 2025
img
দলের সমর্থন নিয়ে চট্টগ্রাম টেস্টে ফেরার প্রত্যাশা মুশফিকের Apr 26, 2025
img
সিলেট থেকে সরাসরি বিশ্ববাজারে পণ্য পাঠাবে বাংলাদেশ, জানালেন মুশফিকুল ফজল আনসারী Apr 26, 2025
img
‘কেশরী ২’ বক্স অফিসে সাফল্য পেলেও অক্ষয়ের মন কেন খারাপ? Apr 26, 2025
img
কেএফসি প্রোমোটের কারণে ৩ লাখ ফলোয়ার হারালেন অজয় নাগর Apr 26, 2025
img
মোদী সরকারকে রাখি সাওয়ান্তের করুণ আর্জি Apr 26, 2025
img
৫ মাসের গর্ভবতী কারিনাকে শুটিংয়ে রেখেছিলেন আমির Apr 26, 2025
img
অর্ধলক্ষ মানুষের জমায়েত প্রেসক্লাব এলাকায় Apr 26, 2025
img
পৌরাণিক সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না Apr 26, 2025