জেলে খাবারের প্লেট দেখে চোখে পানি চলে আসে : র‍্যাপার হান্নান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে সাড়া ফেলেছিলেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর ৬ আগস্ট মুক্তি পান তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এ গায়ক।

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে গায়ক বলেন, ‘একদম শুক্রবার দিন আমাকে কোর্টে চালান করা হয়েছিল। প্রায় সাড়ে ছয়টার মধ্যে আমি জেলের ভেতরে। রাতের খাবারটা জেলের ভেতরে খেয়েছিলাম।’

জেলের খাবার প্রসঙ্গে এ র‌্যাপার বলেন, ‘যখন কয়েদির প্লেটটা দেখি আমার চোখ দিয়ে পানি এসে পড়ে।

যখন প্লেটটা দেয়া হয় সেটা এসে থামেও আমার পায়ের সামনে। প্লেটের মধ্যে সবজি অর্ধেক কাচা, অর্ধেক পাকা। ওটা দেখামাত্র মায়ের ওই কথাটা মনে পড়ে। একসময় মা বলতো যেদিন আমি থাকবো না সেদিন বুঝবা খাওয়ার কষ্ট।

তখন এক ছোট ভাই পেছন থেকে এসে বলে, ভাই খান খান। জানি আপনাদের সঙ্গে কি হয়েছে। এখন কি করবেন? খাওয়ার সঙ্গে তো রাগ নেই। খেয়ে বাঁচতে তো হবে।’

ভয়াবহ অভিজ্ঞতা প্রসঙ্গে র‌্যাপার আরো বলেন, ‘একটি গাড়ির মধ্যে আমরা প্রায় ৮৭জন ছিলাম।

সবাই সেইম মামলায় নির্দোষ ছিলাম। আর তারা তো জানে না আমি কে, আমি মিউজিশিয়ান। আমি ভাবছি কি করলাম আমি, কি হলো আমার সঙ্গে, কি এমন করলাম!’

জেলে কতদিন ছিলেন, এই প্রশ্নের জবাবে হান্নান বলেন, ‘জেলে ছিলাম অলমোস্ট ১৪ দিন। কারণ থানায় ছিলাম দুইদিন। বৃহস্পতিবার থাকি, শুক্রবারের পর হাফবেলায় ট্রান্সফার করা হয়।’

বারুদের মতো র‍্যাপ গান ‘আওয়াজ উডা’ গেয়ে আলোচিত নারায়ণগঞ্জের তরুণ র‍্যাপার হান্নান হোসাইন গ্রেপ্তার হয়েছিলেন। থানায় দুইদিনসহ ১৪ দিন কারাগারে ছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি মিলেছে তার। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কালবৈশাখীতে রংপুরের আট উপজেলা বিপর্যস্ত Apr 27, 2025
img
একযোগে পদত্যাগ, ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ Apr 27, 2025
img
ফাইনালের আগমুহূর্তে রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন সংশয় Apr 27, 2025
অজানা কোন কারণে মেজর সিনহার রায় স্থগিত হয়েছিল? Apr 27, 2025
ভারত কেন পা'কি'স্তা'ন'কে এত ভয় পায়, সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে? Apr 27, 2025
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাবেন যারা Apr 27, 2025
আইপিএলে ‘নিষিদ্ধ উদযাপন’ করে নোটবুকে যা লিখেছিলেন দিগ্বেশ রাঠী Apr 27, 2025
img
পিএসসি সংস্কারের দাবিতে ট্রেন অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা Apr 27, 2025
img
‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করবে এনসিপি Apr 27, 2025
img
রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা Apr 27, 2025