বার্সেলোনার বিপক্ষে ফাইনালের বাকি আর কয়েক ঘণ্টা। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলা মানেই বাড়তি উন্মাদনা। তবে কোপা দেল রে ফাইনাল বলেই কি না তাতে যোগ হয়েছে বাড়তি এক মাত্রা। রেফারি নিয়ে অভিযোগ, রিয়াল মাদ্রিদের ফাইনাল না খেলার গুঞ্জন– সবমিলিয়ে কোপা দেল রে ফাইনালে এবারে যুক্ত হয়েছে নতুন এক আবহ।
এরইমাঝে দুই দলের খেলোয়াড়রা চলে গিয়েছে ম্যাচ ভেন্যুতে। কিন্তু ম্যাচের আগের নাটকীয়তায় এখন পর্যন্ত ভাটা পড়েনি। বরং তাতে যুক্ত হচ্ছে নতুন খবর। সবশেষ খবরটা অবশ্য রিয়াল মাদ্রিদের ভক্তদের খানিক বিষণ্ণই করবে। সবশেষ খবর বলছে, ইনজুরি থেকে পুরোদমে সুস্থ না হওয়ার কারণে দলের নির্ভরযোগ্য তারকা কিলিয়ান এমবাপেকে ফাইনালে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
স্পেনের বিখ্যাত মার্কা রেডিও ম্যাচের আগে একাধিক সাংবাদিককে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। সাংবাদিক মিগুয়েল আনহেল তোরিবিও জানিয়েছেন, এখন পর্যন্ত কোচ কার্লো অ্যানচেলত্তি সংশয়ে আছেন কিলিয়ান এমবাপেকে নিয়ে। ফ্রেঞ্চ এই স্ট্রাইকার সুস্থ না হলে সে জায়গায় দানি সেবায়োসের খেলার সম্ভাবনা বেশি। এছাড়া লুকাস ভাস্কেজকে রাইট ব্যাকে খেলানো হবে বলে জানিয়েছেন এই সাংবাদিক।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছিলেন এমবাপে। যে কারণে রিয়ালের জার্সিতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং হেতাফের বিপক্ষে ম্যাচগুলোও মিস করেছেন। ধারণা করা হচ্ছিল, বার্সার বিপক্ষে ফাইনালের আগেই তিনি ফিট হয়ে উঠবেন, তবে শেষ মুহূর্তের খবর বলছে ফাইনালে অন্তত শুরুর একাদশে থাকা হচ্ছে না এমবাপের।
বার্সেলোনার হাই লাইন ডিফেন্সের বিপক্ষে এমবাপেকে বিশেষ কার্যকরী অস্ত্র হিসেবে ভাবা হচ্ছিল। শেষ সময়ে তার ছিটকে যাওয়া রিয়াল ভক্তদের জন্য কিছুটা দুশ্চিন্তাই বাড়িয়ে দেবে। যদিও এর আগে চলতি মৌসুমের দুই এল ক্লাসিকোতে খুব বিশেষ কিছু করা হয়নি তার।
তবে বড় ম্যাচের বড় পারফর্মার হিসেবে এমবাপের না থাকা রিয়ালের জন্য কোপা দেল রে ফাইনালে একটা ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এখন পর্যন্ত এই মৌসুমে দুবার নিজেদের মুখোমুখি হয়েছে এই দুই দল। দুটোতেই রিয়াল মাদ্রিদ হেরেছে বড় ব্যবধানে। লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল হেরেছিল ৪-০ গোলে। আর সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলে।
এফপি/এস এন