আসন্ন ঈদে মুক্তির জন্য আসন্ন সিনেমা ‘ইনসাফ’ এর ফার্স্ট লুক পোস্টার অন্তর্জালে মুক্তি পেয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে রক্তমাখা হাতে একটি কুড়াল, যার ওপর রক্তের দাগ রয়েছে। ট্যাগলাইনে লেখা রয়েছে, ‘‘ইনসাফ কাগজে নয়, রক্তে লেখা হয়’’।
এর আগে তাকে এভাবে দেখা যায়নি। অনেক দিন পর আড়াল ভেঙে ভিন্নরূপে হাজির হলেন দর্শকের সামনে।
‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া শরিফুল রাজকে সবশেষ দেখা গেছে ‘ওমর’ সিনেমাতে। এরপর আর তাকে পাওয়া যায়নি।
এবার তিনি আসছেন ঈদে ‘ইনসাফ’ করতে।
সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, সিনেমাটির কাজ পুরোদমে চলছে। আগামী মাসের শুরু থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
‘ইনসাফ’-এ শরিফুল রাজ ছাড়াও থাকছেন মোশাররফ করিম, তিনি হাজির হবেন নেতিবাচক চরিত্রে।
রাজের সঙ্গে এতে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ।
আরএম/এনএস