ভারত-পাকিস্তান সম্পর্কের শীতলতা সত্ত্বেও বলিউডে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন পাকিস্তানি শিল্পীরা। অভিনয় থেকে শুরু করে গান, সব ক্ষেত্রেই তারা দর্শক ও শ্রোতাদের মন জয় করেছেন।
তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। কিন্তু আবারও ভারতে বাঁধার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের শিল্পীদের।
আগামী ৯ মে মুক্তির কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’, জুনে মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ‘সরদারজি থ্রি’। এছাড়া পরিচালক অমিত কাসারিয়ার ‘লাভ স্টোরি অব নাইন্টিজ’ সিনেমায় গাওয়ার কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। এরই মাঝে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এসব কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চলতি মাসের শুরুতে আবির গুলাল সিনেমার টিজার প্রকাশের পর থেকে মহারাষ্ট্রে সিনেমাটির রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছিল শিবসেনাসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এখন এ সিনেমার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে পুরো ভারতে।
যদিও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন ফাওয়াদ। শোকবার্তা জানিয়েছেন অভিনেত্রী হানিয়া আমিরও। তবে এতে কোনো কাজ হচ্ছে না। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের বিরোধিতা করছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিকে।
ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের নীতি ত্যাগ করেছে ভারত সরকার। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ব্যাপারে আবার দেখা দিয়েছে অনিশ্চয়তা।