হাজার বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই ভারত-পাকিস্তানের : ট্রাম্প

পহেলগামের জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ আরও বেড়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং বিশ্বের অনেক দেশ এই হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে। তবে, এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা শুনে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই বিস্মিত, ট্রাম্প কেন এমন কথা বললেন।

'হাজার বছর ধরে ভারত-পাকিস্তানের লড়াই চলছে জম্মু-কাশ্মীর নিয়ে!' সম্প্রতি পহেলগাম হামলার নিন্দা করতে গিয়ে এই মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁর মন্তব্য, ''ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমার ভাল সম্পর্ক। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আসলে দুই দেশের মধ্যে হাজার বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই চলছে। হয়তো তারও বেশি সময় ধরে। কিন্তু পর্যটকদের ওপর যে হামলার ঘটনা ঘটল তা খুবই খারাপ।''

শুধু এই বলেই থামেননি ট্রাম্প। ভারত-পাকিস্তান সীমান্ত সম্পর্কে বলেন, দুই দেশের সীমান্ত সমস্যা নাকি দেড় হাজার বছরের! মার্কিন প্রেসিডেন্টের কথায়, ''এত বছরের সমস্যা তো একদিনে মিটে যাবে না। সময় লাগবে। তবে আশা করি সেই সময়ও দ্রুত আসবে। ভারত এবং পাকিস্তান দুই দেশই সমস্যা মেটানোর চেষ্টা করছে।'' ট্রাম্পের এই মন্তব্য শোনার পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। কেউ বলছেন, ১ হাজার বছর আগে দুই দেশই জন্মাইনি, তার আবার কীসের কাশ্মীর সমস্যা! অপর একজনের বক্তব্য, ট্রাম্প যে সময়ের কথা বলছেন সেই সময়ে গুপ্ত সাম্রাজ্যের শাসন ছিল। ভারত-পাকিস্তান ছিলই না, কাশ্মীর শুধুমাত্র একটি জায়গা ছিল।

ইতিমধ্যে আবার পহেলগাম হামলা নিয়ে পরোক্ষে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এর আগে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস ভারত-পাকিস্তান এই অবস্থায় চরম সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সরাসরি ভারতকে পহলগাম হামলার পর দোষী, চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই বার্তায় পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে সাংঘাতিক চাপে পড়ে গেছে।

রাষ্ট্রসঙ্ঘের ১৫ দেশীয় নিরাপত্তা পরিষদ এক প্রেস বিবৃতিতে বলেছে, জম্মু-কাশ্মীর ২২ এপ্রিল ঘটা জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করা হচ্ছে। এই বিবৃতিতে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার মুখে জঙ্গিপনা বড় বিপদ বলে মনে করে পরিষদ। নিরীহ সাধারণ মানুষকে এইভাবে হত্যা করা কোনও ধর্মীয় আদর্শ হতে পারে না।

আরএম/এনএস

Share this news on:

সর্বশেষ

img
তিস্তা টোল প্লাজায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২ Apr 27, 2025
img
বিশ্বমঞ্চে জন সিনার হাতে লাল-সবুজের পতাকা Apr 27, 2025
img
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী Apr 27, 2025
img
কুয়েটে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ শিক্ষার্থীকে পিটিয়ে জখম Apr 27, 2025
img
কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে, মিথ্যাচার করছে ভারত Apr 27, 2025
img
কালবৈশাখীতে রংপুরের আট উপজেলা বিপর্যস্ত Apr 27, 2025
img
একযোগে পদত্যাগ, ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ Apr 27, 2025
img
ফাইনালের আগমুহূর্তে রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন সংশয় Apr 27, 2025
অজানা কোন কারণে মেজর সিনহার রায় স্থগিত হয়েছিল? Apr 27, 2025
ভারত কেন পা'কি'স্তা'ন'কে এত ভয় পায়, সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে? Apr 27, 2025