কাশ্মীরকে অনেকেই মনে করেন ভূস্বর্গ, আর তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার স্বপ্ন দেখেন প্রায় সব ভারতীয়ই। কিন্তু সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সেই স্বপ্নে ভাঙন ধরেছে অনেকের, অনেকে ইতিমধ্যেই কাশ্মীর ভ্রমণ বাতিল করেছেন। তবে এই আতঙ্কের মাঝেও সাহস রাখার আহ্বান জানিয়ে সবাইকে নির্ভীক থাকার বার্তা দিয়েছেন অভিনেতা সুনীল শেঠি।
পেহেলগাম সন্ত্রাসী হামলার মধ্যেই সুনীল শেঠি প্রত্যেককে কাশ্মীরে ছুটি কাটাতে যাওয়ার আহ্বান জানালেন। আগামী ছুটিতে তিনি যে নিজেও কাশ্মীরে যেতে চান, সে কথাও বললেন তিনি। জঙ্গিদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন এই অভিনেতা।
সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’
অভিনেতা বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোন কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোন সমাধান নয়।’
সুনীল আরও বলেন, ‘আমি নিজে থেকে কর্তৃপক্ষকে ফোন করে জানিয়েছি, আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে আমাদের ওখানে যাওয়া উচিত তা ছুটি কাটাতে হোক বা শ্যুটিং করতে, তাহলে আমরা অবশ্যই আসব। জঙ্গিদের ভয়ে আমরা কিছুতেই পিছিয়ে আসব না।’
গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার।
আরএম/এনএস