ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিঘা শহরে জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে বইছে উৎসবের আমেজ। এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গীতিকার ও সুরকার হিসেবে নতুনভাবে সামনে এসেছেন তিনি। মন্দির উদ্বোধনের প্রেক্ষাপটে লেখা তার একটি ভক্তিমূলক গান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ শিরোনামের গানটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন এবং সুর করেছেন। গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। দেবতাদের গুণকীর্তন করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে গানটি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দিঘার নতুন জগন্নাথ মন্দিরের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নানা মাধ্যমে। ভক্তরা ‘জয় জগন্নাথ ধাম’ ক্যাপশন দিয়ে গানটি শেয়ার করছেন বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে।
আগামী ৩০ এপ্রিল দিঘায় মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজেই। তার আগের দিন থাকবে বিশেষ যজ্ঞের আয়োজন। পুরো দিঘা শহরজুড়ে চলছে সাজসজ্জার কাজ, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে থাকছে একাধিক স্তরের নিরাপত্তা বলয়, নিয়ন্ত্রিত হবে যান চলাচল। দর্শনার্থীদের জন্য থাকবে এলইডি স্ক্রিন, আধুনিক শব্দব্যবস্থা এবং অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।
প্রসঙ্গত, এটি প্রথম নয়—মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহুবার গান রচনা ও সুরারোপের মাধ্যমে তার শিল্পীসত্তা প্রকাশ করেছেন। এবার জগন্নাথ ভক্তির আবহে আরও একবার তাঁর সৃজনশীলতার পরিচয় মিলল।
আরএ/এসএন