ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে শেষ ম্যাচেও হেরেছে রাজস্থান রয়্যালস! যার ফলে চলতি আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্নে বিরাট ধাক্কা পেয়েছেন রাহুল দ্রাবিড়রা। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল রাজস্থান রয়্যালস। আর এই হারের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, আরআর এর সিইও জ্যাক লুশ ম্যাকক্রাম মাঠের বাইরে বের হয়ে সোজা একটি মদের দোকানের দিকে যাচ্ছেন।
আরসিবি-আরআর ম্যাচের পর এমন এক ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই চমকে গেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাজস্থান রয়্যালসের হারের পরেই দলের সিইও ম্যাকক্রামকে বেঙ্গালুরুর অভিজাত মদের দোকান টনিকের দিকে হেঁটে যেতে। এক অনুরাগীই সেই ভিডিও পোস্ট করেছেন। আরসিবি’র এক ভক্ত সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, দলের হারের পর যন্ত্রণায় মদ্যপান করতে চলেছেন ম্যাকক্রাম।
আইপিএলের চলতি আসরে রাজস্থান রয়্যালস একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ২০০৯-১০ মৌসুমের পর টানা পাঁচ ম্যাচের পরাজয় রয়্যালসের জন্য দীর্ঘতম।
এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪২ বল খেলে ৭০ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহলি, সেই সাথে ২৭ বল খেলে ৫০ ঝড়ো ব্যাটিং করেন দেবদত্ত পাড়িক্কল।
জবাব দিতে নেমে রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে গুটিয়ে যায়। ১১ রানে জয় তুলে নেন আরসিবি। ম্যাচের সেরা হন জশ হ্যাজেলউড। ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই অজি বোলার।
উল্লেখ্য, ২০১৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করে। চলতি মৌসুমে আইপিএলের ১৮তম আসরে ফের একবার আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠছে।
আরআর/এসএন