বস্তায় পাওয়া গেল দেহের খণ্ডিত অংশ, খোঁজ নেই মাথার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাত নারীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে অজ্ঞাত নারীকে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সামনে দিয়ে চলাচলের সময় লোকজন দুর্গন্ধ পেয়ে প্লাস্টিকের বস্তাটি খুলে দেহাংশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে ও সেটি খুলে এক নারীর খণ্ডিত মরদেহ দেখতে পায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি একজন নারীর। তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। বস্তাবন্দি অবস্থায় শুধু দেহ পাওয়া গেছে। হাত-পা ও মাথা পাওয়া যায়নি। সেগুলো উদ্ধার ও নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে কারা এ বস্তাটি এখানে ফেলে রেখে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

আরআর/এসএন

Share this news on: