ভারতের অভিযোগকে ‘অযৌক্তিক’ বললেন আফ্রিদি

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এক বিবৃতিতে তিনি এই অভিযোগকে ‘দুঃখজনক ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, এমন মনোভাব শুধুমাত্র উত্তেজনা বাড়াবে।

আফ্রিদি বলেন, 'কাশ্মীরে প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত, কিন্তু এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করার মতো কোনো নির্দিষ্ট ভিত্তি নেই। এত দ্রুত পাকিস্তানের দিকে আঙুল তোলা খুবই দুর্ভাগ্যজনক।'

তিনি একইসঙ্গে পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোরও নিন্দা জানান এবং বলেন, 'এই ধরনের সহিংসতা যেখানেই ঘটুক না কেন, তা মানবিকভাবে অত্যন্ত বেদনাদায়ক।'

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে আফ্রিদি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেন। তার মতে, 'সংলাপই একমাত্র পথ। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না।'

ক্রিকেট যেন এই রাজনৈতিক উত্তেজনার বলি না হয়—এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, 'খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটিকে দ্বন্দ্বের মাধ্যম বানানো উচিত নয়।'
উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এই ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী করা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল।

জবাবে পাকিস্তানও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে—ভারতের কূটনীতিকদের বহিষ্কার, সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্দাস নদীর পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা হলে সেটিকে 'যুদ্ধ ঘোষণার' সমতুল্য বিবেচনা করা হবে।



এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে নিটোরে দুদক টিম Apr 27, 2025
img
মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলে জানানোর নির্দেশনা Apr 27, 2025
img
বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান Apr 27, 2025
img
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার Apr 27, 2025
img
রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন আসিফ মাহমুদের Apr 27, 2025
img
একের পর এক সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারত Apr 27, 2025
img
আটাব সভাপতি-মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সদস্যের পদত্যাগ Apr 27, 2025
img
মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ গ্রেফতার ৪৯ Apr 27, 2025
img
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি Apr 27, 2025
img
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ Apr 27, 2025