১৫ বছর আগের ছবি শেয়ার করে ভাইরাল জোভান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের অতীত ও বর্তমানের ছবি ছড়িয়ে পড়ে। যেখানে স্পষ্ট বোঝা যায়, খ্যাতির আগে সাধারণ জীবনযাপন করা মানুষটি সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলে গেছেন, চেহারা কিংবা শারীরিক ফিটনেসে এসেছে কতটা পরিবর্তন।

অনেকসময় তারকাদের পুরোনো ছবি দেখে ভক্তরাও চিনতে পারেন না। অবাক হয়ে প্রশ্ন ছুঁড়েন, টাকা বা খ্যাতি থাকলে একজন সাধারণ মানুষ সময়ের সঙ্গে সঙ্গে এতটা বদলে যেতে পারে!

এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে দেখেও একই প্রশ্ন তুললেন নেটিজেনরা। অবশ্য এই তারকা নিজেই ভক্তদের সেই প্রশ্নের সুযোগ করে দিয়েছেন।

গত শুক্রবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দুইটি ছবি প্রকাশ করেছেন জোভান। একটি ছবির সময়কাল ২০১০ সাল, অপরটির ২০২৫ সাল।

১৫ বছরের ব্যবধানের সেই ছবি দুটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’

জোভানের সেই পুরোনো ছবির সঙ্গে বর্তমান ছবির ব্যাপক পরিবর্তনের দেখা মিলেছে।

অনেকেই অভিনেতার ক্যাপশনের সঙ্গে একমত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন।

যদিও জোভানকে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি। বরং তিনি ভক্তদের মন্তব্যগুলোই যেন উপভোগ করছেন। 

আরএ/এসএন


Share this news on: