‘আড়ি’ ছবির প্রিমিয়ারে জমজমাট উপস্থিতি, চমকে দিলেন নুসরাত

ছবির প্রিমিয়ারে তারকারা সাধারণত নিজেকে নতুন করে উপস্থাপন করতে পছন্দ করেন। অনেকেই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে সাজসজ্জা চূড়ান্ত করেন এই বিশেষ দিনের জন্য। তবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সবসময়ই একটু ব্যতিক্রমী।

গত শুক্রবার কলকাতার একটি শপিং মলে হয়ে গেল তার অভিনীত নতুন ছবি ‘আড়ি’-র প্রিমিয়ার। আর সেখানেই নজরকাড়া লুকে হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন নুসরাত। পরনে ছিল ঘন গোলাপি সিল্কের শাড়ি, সাথে মিলিয়ে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল, গলায় লম্বা নেকপিস এবং বিশেষ আকর্ষণ ছিল চোখে কালো ফ্রেমের মোটা চশমা। হাতের মেহেদিতে ছিল ময়ূরের ডিজাইন।

তবে সাজের বিষয়ে প্রশ্নে নুসরাত জানান, আলাদাভাবে প্রিমিয়ারের জন্য সাজগোজের সময় তার হাতে ছিল না। ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণে শাড়ি পরার সিদ্ধান্তটা নিলেও, সবকিছুই শেষ মুহূর্তে ঠিক হয়। আর এ ক্ষেত্রে তার টিমের সদস্যরাই তাকে পুরোপুরি সহায়তা করেন।

এই ছবির মাধ্যমে বহুদিন পর বাংলা সিনেমায় ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তার সঙ্গেও প্রিমিয়ারে দেখা মিলেছে শাড়ি পরা লুকে। প্রথমবারের মতো একসঙ্গে প্রিমিয়ারে অংশ নিচ্ছেন দুই অভিনেত্রী। নার্ভাস ছিলেন কি না জানতে চাইলে নুসরাত বলেন, “মৌদি এখন আমাদের পরিবারের একজন। তাই নার্ভাস হওয়ার কিছু ছিল না।”

চোখে চশমা পরার প্রসঙ্গে নুসরাত জানান, “গত কয়েকদিন ধরে চোখে সংক্রমণ হচ্ছিল। কনট্যাক্ট লেন্স বেশি ব্যবহার করায় সমস্যা হয়েছে। তাই চোখের ওপর চাপ কমাতে চশমা পরা।”

ছবিতে নুসরাতের বিপরীতে আছেন যশ দাশগুপ্ত। প্রিমিয়ারে ছাই রঙের কুর্তা-পাজামার ওপর নেভি ব্লু জওহর কোটে তাকে দেখা গেছে। যশের সাজের পেছনে নুসরাতের পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “যশ যেহেতু ছবিতে মৌদির ছেলের চরিত্রে অভিনয় করেছে, তাই মা-ছেলের লুকের মাঝে একটা মিল রাখতে চেয়েছি। সেই অনুযায়ী স্টাইলিস্ট সুব্রত যশকে কুর্তা পরতে বলেন। পোশাকটাও গরমে বেশ আরামদায়ক।”

বাংলাদেশি দর্শকদের মাঝেও যশ-নুসরাতের জুটির রয়েছে আলাদা জনপ্রিয়তা। তাই ‘আড়ি’ ছবির প্রিমিয়ারে তাদের এই নজরকাড়া উপস্থিতি নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করবে এনসিপি Apr 27, 2025
img
রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা Apr 27, 2025
img
জামায়াতের প্রোগ্রামে সন্তোষ শর্মা, ক্ষমা চেয়ে রেজাউল করিমের পোস্ট ডিলিট Apr 27, 2025
img
ইরানে বিস্ফোরণে প্রাণ গেল চারজনের, আহত পাঁচ শতাধিক Apr 27, 2025
img
বিদেশিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বলছেন সৃজিত Apr 27, 2025
img
উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর Apr 27, 2025
img
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ Apr 27, 2025
img
আ.লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ: ব্যারিস্টার ফুয়াদ Apr 27, 2025
img
হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা Apr 27, 2025
img
আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা : টুকু Apr 27, 2025