বাংলাদেশে দারুণ সাফল্যের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার সিডনির ব্যাংকস টাউনে ছবিটি মুক্তির প্রথম দিনেই দেখিয়েছে চমক।
আজ শনিবার (২৬ এপ্রিল) প্রদর্শিত দুটি শো-ই ছিল হাউজফুল। অস্ট্রেলিয়ায় সিনেমাটি পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই আজ দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। আশা করছি, আগামীর দিনগুলো অনেক ভালো যাবে।
অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত সর্বাধিক চলেছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। সাব্বির চৌধুরী বলেন, ‘হাওয়া’ এখানে প্রায় ১০ হাজার দর্শক দেখেছিল। এখন পর্যন্ত এটাই হায়েস্ট। চেষ্টা করছি, ‘বরবাদ’ যেন ‘হাওয়া’র রেকর্ড ব্রেক করে। গত তিন বছরে নতুন করে কয়েক হাজার বাঙালি অস্ট্রেলিয়াতে এসেছে। এবার তারাও দেখছেন। তাছাড়া শাকিব খানের অডিয়ান্স এখন আগের চেয়ে বেশি। সবমিলিয়ে আশাবাদী।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ‘বরবাদ’ যৌথভাবে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস। তারা জানায়, আগামীর শো-গুলোর জন্য অগ্রিম টিকিট বিক্রিতে ‘বরবাদ’ গুড পজিশনে রয়েছে। যা ব্যবসায়িকভাবেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ডিসট্রিবিউর কোম্পানি ঈগল এন্টারটেইনমেন্ট জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।
এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের ২০ দিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ৫০ কোটি ৮২ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে, যা সিনেমাটিকে ব্লকবাস্টার করে।
আরএ/এসএন