দেড় বছর পর পর্দায় ফিরলেন টয়া

নাচ দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমেই বেশি পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে সময় পেলেই ঘুরতে ভালোবাসেন এই তারকা। একদিন আগেই উদযাপন করেছেন তার জন্মদিন, দিনটি কাটিয়েছেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে।

এই মুহূর্তে টয়াকে নিয়ে নতুন খবর হলো, দীর্ঘ দেড় বছরের বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তপু খান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ। তবে এবার অভিনেত্রী নয়, টয়া হাজির হচ্ছেন নতুন রূপে—উপস্থাপক হিসেবে।

সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’ এর দ্বিতীয় সিজনের শুটিং।

মুমতাহিনা টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল।

এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেব।’

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।

জানা গেছে, অনুষ্ঠানটি ২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। 

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কালবৈশাখীতে রংপুরের আট উপজেলা বিপর্যস্ত Apr 27, 2025
img
একযোগে পদত্যাগ, ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ Apr 27, 2025
img
ফাইনালের আগমুহূর্তে রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন সংশয় Apr 27, 2025
অজানা কোন কারণে মেজর সিনহার রায় স্থগিত হয়েছিল? Apr 27, 2025
ভারত কেন পা'কি'স্তা'ন'কে এত ভয় পায়, সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে? Apr 27, 2025
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাবেন যারা Apr 27, 2025
আইপিএলে ‘নিষিদ্ধ উদযাপন’ করে নোটবুকে যা লিখেছিলেন দিগ্বেশ রাঠী Apr 27, 2025
img
পিএসসি সংস্কারের দাবিতে ট্রেন অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা Apr 27, 2025
img
‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করবে এনসিপি Apr 27, 2025
img
রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা Apr 27, 2025