নওগাঁর মান্দায় চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এ বছর জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এ ছাড়া আহত যুবকের নাম ফাহিম (১৬)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানান, চালবোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য বৈরাগিপাড়া মোড়ে ঘুরছিল। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থাকা দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রিয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত যুবকের নাম ফাহিম (১৬)। ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/এসএন