চট্টগ্রামে একই রাতে দুই জায়গায় ডাকাতি, গুলিতে আহত ৫

চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায় পৃথক ডাকাতির ঘটনায় ডাকাতের গুলিতে আহত হয়েছেন ৫ জন। আহতরা হলেন হাটহাজারী পৌরসভার শহিদুল ইসলাম সায়েম (২৫), পটিয়ার ধলঘাটে আহত নেজাম উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৪৫), জামাল উদ্দিন (৩৮) ও একজন অন্তঃসত্ত্বা নারী।

শুক্রবার রাত সাড়ে ৩টায় হাটহাজারী পৌর বাসস্ট্যান্ডের গাউছিয়া গ্রোসারিতে মুখোশধারী চারজন অস্ত্রধারী ঢুকে ক্যাশবাক্সের টাকা ও মালামাল লুট করে। দোকানটি চালান শহিদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। সিসিটিভিতে দৃশ্য দেখে ডাকাত ধরতে গেলে শহিদুলকে গুলিবিদ্ধ করে পালায় ডাকাতরা।

ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে রাত ৩টায় পটিয়ার তারান শরীফে নতুন বাড়িতে ডাকাতরা ঢুকে পরিবারের সদস্যদের মোবাইল কেড়ে হাত-পা বেঁধে ফেলে। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নগদ ৭০-৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ও একটি মোটরসাইকেল লুট করে নেয়।

এফপি/এসএন  

Share this news on: