দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

পর্দায় দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন বলিউডের বাদশা শাহরুখ খান। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। এখনও তার নতুন ছবি মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়।

পর্দায় কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনও দাঁড়ি-চুলে অচেনা রূপে হাজির হন তিনি। এবার কিং খান ফিরছেন এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে—যেখানে জড়িয়ে থাকছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যতের টানাপোড়েন।

বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। শুধু ছবির নাম নয়, এটি শাহরুখের আত্মপরিচয়েরও প্রতীক। ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন তার কন্যা সুহানা খান। প্রথমে শোনা গিয়েছিল, ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তবে শেষ পর্যন্ত ক্যামেরার পেছনে থাকছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এই ছবিতে আরেকটি বড় চমক থাকছে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি। শোনা যাচ্ছে, তিনি থাকবেন ক্যামিও চরিত্রে—শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি অতিথি উপস্থিতি মাত্র, তবে এটিই নাকি হতে চলেছে ছবির সবচেয়ে বড় চমক। এক মজার ছলে কিং খান নিজেই বলেছিলেন, 'দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।'

পরিচালনায় পরিবর্তন হলেও, শাহরুখ তার এই প্রজেক্ট নিয়ে অত্যন্ত যত্নশীল। বাজেটেও ভেঙে ফেলেছেন আগের সব রেকর্ড। আগামী মাস থেকেই দীপিকার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়াও সেরে ফেলেছেন তিনি।


এসএস/এসএন

Share this news on: