নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া

নতুন সিটি করপোরেশন হিসেবে দেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে বগুড়া। আজ রবিবার বা আগামীকাল সোমবার গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বগুড়া আনুষ্ঠানিকভাবে দেশের অন্যতম বড় সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করবে।

বগুড়াবাসী দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত থাকার অভিযোগ তুলেছিলেন। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা উন্নয়ন চাহিদার বিষয়টি প্রস্তাবনা আকারে সরকারের কাছে পাঠান। এরপর থেকেই বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া এগিয়ে যায়। গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তুতির জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে জেলা প্রশাসনকে চিঠি দেয়।

বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ১৯৮১ সালে ‘ক’ শ্রেণির মর্যাদা লাভ করে। সময়ের সঙ্গে আয়তন বেড়ে ২০০৪ সালে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত হয়। বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটি প্রায় ৭০ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত। পৌরসভায় জনসংখ্যা প্রায় ১০ লাখ, যা বাস্তবে আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেক সিটি করপোরেশনের তুলনায় এগিয়ে রয়েছে বগুড়া।

সিটি করপোরেশন গঠনের জন্য মৌজাভিত্তিক সীমানা নির্ধারণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, "সিটি করপোরেশন গঠনের বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার। এটি বাস্তবায়ন হলে বগুড়ার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখা সম্ভব হবে।"

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেন, "আওয়ামী লীগের সময়ে বগুড়াবাসী বৈষম্যের শিকার হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।"

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার জনগণ দীর্ঘদিন ধরে সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন।



এসএস/এসএন

Share this news on: