কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ফের জোরালো জল্পনা শুরু হয়েছে। যদিও নিজের ভবিষ্যত প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কিছু না বললেও আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
রোববার (২৭ এপ্রিল) টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, আবার ছাড়তেও পারি। এখনই কিছু বলছি না, আগামী সপ্তাহে দেখা যাবে।’
বহুদিন ধরেই শোনা যাচ্ছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন আনচেলত্তি। কোচ ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) উভয় পক্ষই এ নিয়ে আগ্রহী। তবে রিয়াল ছাড়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ফাইনালে হারের পর নিজের দলের লড়াইয়ে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘ভালো ম্যাচ ছিল। আমাদের দাপট ছিল বিশেষ করে দ্বিতীয়ার্ধে। ছেলেরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। জয়ের খুব কাছাকাছি ছিলাম, সেজন্য অবশ্য কিছুটা কষ্ট হচ্ছে।’
এ ম্যাচে ইনজুরি শঙ্কায় থাকা কিলিয়ান এমবাপে শুরুতে একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে একটি গোল করেন তিনি। এমবাপের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে খুব ক্লান্ত ছিল, তাই বেশি সময় খেলতে পারেনি। তবে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।’
এদিকে, উত্তপ্ত ম্যাচে রিয়ালের তিন ফুটবলার— অ্যান্তনিও রুডিগার, লুকাস ভাসকেজ ও জ্যুড বেলিংহাম লাল কার্ড দেখেন। শেষ মুহূর্তে এমবাপেকে ফাউল করে ফ্রি-কিক না দেয়ায় প্রতিবাদে ফেটে পড়েন রিয়ালের খেলোয়াড়রা। মাঠে বিশৃঙ্খলার মধ্যেই রেফারি তিনজনকে লাল কার্ড দেন।
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না কী ঘটেছিল। বিষয়টি বিশ্লেষণ করতে হবে। আমাদের হাতে দুই দিন সময় আছে। এরপর সেল্টিক ও বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।’
এসএস/এসএন