‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

টালিগঞ্জের জনপ্রিয় তারকা জুটি যশ দাশগুপ্ত-নুসরাত জাহান। যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে তেমন পাত্তা দেন না। নিজের মতো করে চলেন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আড়ি’ সিনেমা তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত এক পোস্ট দিয়ে কটাক্ষকারীদের জবাব দিয়েছেন।

‘আড়ি’ কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। সঙ্গে কটাক্ষকারীদের জবাব দিয়ে লিখেছেন, “কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না।’

তার কথায়, ‘আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া, অত্যন্ত কৃতজ্ঞ।’ আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু নুসরাতই নন, যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই।

প্রসঙ্গত, প্রায় একযুগ পর বাংলা ছবিতে অভিনয় করলেন মৌসুমী চ্যাটার্জি। ‘আড়ি’ ছবিতে সেটাই সবচেয়ে বড় চমক। শেষবার ২০১৩ সালের অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। মা ও ছেলের দুষ্টু-মিষ্টি রসায়নই ইউএসপি ‘আড়ি’র।

এফপি/টিএ

Share this news on: