প্রেম ও ডেটিং নিয়ে খোলামেলা কথা শুভমান গিলের

ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিল দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন। গুজরাট টাইটান্সের তরুণ অধিনায়ককে সারা টেন্ডুলকার এবং বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনে যুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। তবে, অবশেষে গিল নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুললেন।

শুভমান গিল সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে তিনি গত তিন বছর ধরে একা আছেন।

পাশাপাশি তার প্রেমের গুজবকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি গত তিন বছরের বেশি সময় ধরে সিঙ্গেল, অথচ আমাকে নিয়ে এত গুজব ছড়ায়—নানা মানুষের সাথে আমার নাম জড়ানো হয়। কখনো কখনো এতটাই অবাস্তব হয় যে, যার নাম বলা হচ্ছে, আমি তাকে জীবনে একবারও দেখিনি!’

তিনি আরো যোগ করেন, ‘আমি জানি, আমি আমার পেশাদার ক্যারিয়ারে পুরোপুরি ফোকাসড। আমার জীবনে কারো জন্য জায়গা নেই।

আমরা বছরে প্রায় ৩০০ দিন ভ্রমণে থাকি, তাই কারো সঙ্গে সময় কাটানো বা সম্পর্কের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয় না।’

ম্যাচের সময় বিভিন্ন সেলিব্রিটির নামে দর্শকদের চ্যান্ট শোনা নিয়েও গিল মন্তব্য করেন। তিনি বলেন, মাঠে নামার পর তিনি এতটাই মনোযোগ দিয়ে খেলেন যে দর্শকদের চিৎকার তার কানে পৌঁছায় না। ‘ব্যাটিং করার সময় সেই সব চ্যান্ট শুনতে পাই না।

পুরোপুরি ফোকাস থাকি ব্যাটিংয়ে—পরের বল, বোলার বা রান নেওয়ার কথাই ভাবতে থাকি শুধু। তবে ফিল্ডিং করার সময়, বিশেষ করে বাউন্ডারির কাছাকাছি থাকলে, মাঝে মাঝে শুনতে পাওয়া যায়।’

আইপিএলে ব্যস্ত সময় পার করছেন গিল। টানা দ্বিতীয় বছর গুজরাট টাইটান্সের অধিনায়কত্বে রয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। তার নেতৃত্বে, গুজরাট ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

ব্যাট হাতেও গিলের পারফরম্যান্সও চোখে পড়ার মতো। ৮ ইনিংসে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান করেছেন। 

আরএম/এসএন 

Share this news on: