আইপিএলের পয়েন্ট টেবিলে বৃষ্টির ‘পানি’, প্লে-অফের দৌড়ে যারা

আরেকটি রোমাঞ্চকর লড়াই হতে পারত বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার দলের মধ্যে। তবে 'বীরজারা'র মতো জমজমাট এই ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গেল।

রোববার (২৭ এপ্রিল) প্রথমে ব্যাট করে প্রীতির দল পাঞ্জাব কিংস ৪ উইকেটে ২০৪ রান তুলেছিল। তবে লক্ষ্য তাড়ায় কলকাতা নাইট রাইডার্স ১ ওভার শেষে ৭ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। আবহাওয়ার কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি, ফলে দু'দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস শুরু থেকেই দারুণ ফর্মে ছিল। তবে আগের ম্যাচে হারের পর এবং কলকাতার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর তারা এখন ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হার নিয়ে ১১ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে। জয় পেলে পাঞ্জাব আরও ওপরে উঠতে পারত।

অন্যদিকে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৭ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে। পয়েন্ট ভাগাভাগি তাদের জন্য একরকম স্বস্তিই বয়ে এনেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে এখন গুজরাট টাইটান্স (১২ পয়েন্ট)। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দিল্লি ক্যাপিটালস ও তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর যথাক্রমে চারে পাঞ্জাব কিংস, পাঁচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ছয়ে লখনৌ সুপার জায়ান্টস রয়েছে। শীর্ষ চার দল উঠবে প্লে-অফে।

কলকাতার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল পাঞ্জাব কিংস। ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং জুটি গড়েন ১২০ রানের চমৎকার জুটি। প্রভসিমরান মাত্র ৪৯ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮৩ রান করেন। আর প্রিয়াংশ খেলেন ৩৫ বলে ৬৯ রানের ইনিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১৬ বলে ২৫ এবং জশ ইংলিশের ৬ বলে ১১ রানের ইনিংস পাঞ্জাবের সংগ্রহ ২০০ ছাড়াতে সাহায্য করে। তবে আবারও ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল (৮ বলে ৭ রান)।


এসএস/এসএন

Share this news on: