ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা

বিরাট কোহলির ঘরনি হবেন বলে অভিনয় ছেড়েছেন। দুই সন্তানের মা হয়েছেন। এ বার নাকি নিজের দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা শর্মা! এই খবরে বলিউডের যেমন মনখারাপ, খুশি নন অনুরাগীরাও। যে দেশ তাদের পরিচিতি দিল, পেশাজীবনে সাফল্য এনে দিল সেই দেশ থেকে দূরে সরছেন তারকা দম্পতি! কেন?

‘বিরুষ্কা’র এই সিদ্ধান্তের নেপথ্যে দুটো কারণ উঠে এসেছে। বলিউড অন্দরমহলের চর্চা অনুযায়ী এক, সইফ আলি খান-কাণ্ডের পর অনেক তারকা তাদের সন্তানকে গণমাধ্যম, পাপারাজ্জিদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন, আলিয়া ভট্ট। তিনি রাহা কাপুরকে আর পাপারাজ্জিদের সামনে আনছেন না। অথচ, পাপারাজ্জিদের সঙ্গে  কাপুর-কন্যার যথেষ্ট ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। দুই, পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা বিরাট-আনুশকা মনে ছাপ ফেলেছে সম্ভবত।

সত্যিই কি এই দুটো কারণে বিরাট-আনুশকা নিজের দেশের থেকে দূরে? সদ্য মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন তারা। সেখানে কথায় কথায় উঠে আসে বিদেশে তাদের দ্বিতীয় সংসারের কথা। মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও এই পডকাস্টের সঙ্গে যুক্তি। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই ‘বিরুষ্কা’র এই সিদ্ধান্ত।

নেনের কথায়, “সারা ক্ষণ গণমাধ্যমের অকারণ উপস্থিতি তাদের স্বাভাবিক জীবন নষ্ট করে দিচ্ছে। বিরাট-আনুশকা দুঃখ করে পডকাস্টে জানিয়েছেন, ইচ্ছে হলেও তারা ফুচকা, ভেলপুরি খেতে বেরোতে পারেন না। রাস্তায় ভিড় জমে যায়। একই ভাবে তাদের ছেলেমেয়েকে নিয়েও গণমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভাল লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই।”

তাই তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-আনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই। পেশার কারণে, উদ্‌যাপনে অবশ্যই তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। এর বেশি নয়।

আরএম/এসএন

Share this news on: